ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Sharenews24

জীবন বিমা কোম্পানির জন্য নতুন গাইডলাইন

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১৩:০৪:৫৪
জীবন বিমা কোম্পানির জন্য নতুন গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক : জীবন বিমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় প্রথমবারের মতো একটি গাইডলাইন জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা এই গাইডলাইনে বলা হয়েছে, এটি বীমা এজেন্ট, জরিপকারী ও বীমা গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গাইডলাইনে বলা হয়েছে, এখন প্রতিটি বিমা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে গ্রাহক সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তি কমিটি থাকতে হবে। কমিটিগুলো বিমা দাবি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করবে এবং বিমা গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে।

দেশের ২৯টি জীবন বিমা প্রতিষ্ঠান তারল্য সংকটের কারণে বকেয়া পরিশোধ না করায় প্রায় ১০ লাখ গ্রাহকের বিমা দাবির বিপরীতে টাকা আটকে আছে। এমন পরিস্থিতিতে আইডিআরএ এই গাইডলাইনটি জারি করল।

বর্তমানে দেশে ৩৫টি জীবন বিমা ও ৪৬টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে। আইডিআরএ'র তথ্য অনুসারে—২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত চার বছরে অমীমাংসিত জীবন বিমা দাবির টাকার পরিমাণ তিন হাজার ৫০ কোটি টাকা।

নির্দেশনা অনুসারে, বিমা পরিকল্পনা বা সেবাগুলো আইডিআরএ অনুমোদিত হতে হবে এবং সংস্থাটির অনুমোদন ছাড়া সেগুলো বিক্রয় করা যাবে না। বিক্রির সময় প্রস্তাবিত সেবার প্রকৃত সুবিধা ও শর্তগুলো বোধগম্য ও সহজ ভাষায় গ্রাহককে স্পষ্টভাবে জানাতে হবে।

গ্রাহককে মৌখিক, লিখিত বা অন্য কোনোভাবে এমন কোনো ধারণা বা আশ্বাস দেওয়া যাবে না যা বিমা পরিকল্পনায় নেই। গ্রাহকের চাহিদা বা চাহিদার পরিপ্রেক্ষিতে উপযুক্ত বিমা পরিকল্পনা বা সেবা গ্রাহকের সামনে তুলে ধরতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বিমার মেয়াদ পূর্ণ হলে বা মেয়াদ পূর্ণ হওয়ার আগে তা তুলে নিলে এবং বিমার সঙ্গে সম্পর্কিত বিনিয়োগ বা অন্যান্য ঝুঁকির ক্ষেত্রে বিধিনিষেধ বা জরিমানা সম্পর্কেও গ্রাহকদের জানাতে হবে।

এতে আরও বলা হয়েছে, গ্রাহকের লিখিত অনুমতি ছাড়া বিমা চুক্তিতে পরিবর্তন আনা যাবে না। এ ছাড়া, কোনো বিমা সেবা গ্রাহকদের কাছে জোর করে বিক্রি করা যাবে না।

শেয়ারনিউজ, ২১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে