ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

প্রেমিকা হত্যার দায়ে সিঙ্গাপুরে বাংলাদেশী নাগরিকের ফাঁসি কার্যকর

২০২৪ ফেব্রুয়ারি ২৯ ১৯:২৮:০৮
প্রেমিকা হত্যার দায়ে সিঙ্গাপুরে বাংলাদেশী নাগরিকের ফাঁসি কার্যকর

প্রবাস ডেস্ক : সিঙ্গাপুরে সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৯ সালের পর দেশটিতে এটিই প্রথম ফাঁসি কার্যকর করার ঘটনা। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তির নাম আহমেদ সেলিম (৩৫)। তিনি বাংলাদেশের নাগরিক।

জানা যায়, সাজাপ্রাপ্ত সেলিম দেশটির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন, তবে তার আবেদন খারিজ করা হয়।

সেলিম একজন চিত্রশিল্পী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোল্ডেন ড্রাগন নামের হোটেলের একটি কক্ষে হত্যা করা হয় ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীকে।

পরে ২০১৯ সালের ২ জানুয়ারি সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন সিঙ্গাপুরের আদালত। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে