ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

মহরত করেই দেশ ছাড়লেন শাবনূর

২০২৪ মার্চ ০১ ১৭:১৮:২৭
মহরত করেই দেশ ছাড়লেন শাবনূর

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়া থেকে হঠাৎ করেই দেশে হাজির হয়েছিলেন অভিনেত্রী শাবনূর। আবার হঠাৎ করেই ফিরে গেলে তাঁর আবাস সিডনীতে।

দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছিলেন এই চিত্রনায়িকা। ‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।

এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।

সেসময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন তিনি।

অভিনেত্রীর ঘনিষ্ঠজন গণমাধ্যমকে জানান, ‘শাবনূর মহরত শেষ করার দুদিন পরই ফিরে গেছেন অস্ট্রেলিয়া। তবে বিষয়টি তিনি কাউকেই সেভাবে জানাননি।’

জানা যায়, শাবনূর দেশে ফিরে শুটিং করবেন। তবে কবে ফিরবেন, সে তথ্য কারও জানা নেই।

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। ১৭ ডিসেম্বর এই অভিনেত্রী তার জন্মদিন পালন করেন ঢাকায়, ঘরোয়া আয়োজনে। এবারের সফরে এই নায়িকা সময় কাটিয়েছেন তার ঘনিষ্ঠজন ও স্বজনদের সঙ্গে।

শেয়ারনিউজ, ০১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে