ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

১ ঘন্টায় লেনদেন ২২৬ কোটি টাকা

২০২৪ মার্চ ০৪ ১১:০৭:২৯
১ ঘন্টায় লেনদেন ২২৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেশিরভাগ কোম্পানির শেয়াদর বৃদ্ধি পেয়েছে। আজ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ২২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৩৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.১৭ পয়েন্টকমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

শেয়ারনিউজ, ০৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে