ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

দুর্নীতি দমনে আগে নিজের ঘর ঠিক করুন : দুদক চেয়ারম্যান

২০২৪ মার্চ ০৪ ২০:১০:৫৯
দুর্নীতি দমনে আগে নিজের ঘর ঠিক করুন : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে আগে ডিসিদের নিজের ঘর ঠিক করতে হবে।

ডিসিদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজে দুর্নীতিমুক্ত কি না- প্রশ্ন করুন। আপনার অফিস দুর্নীতিমুক্ত কি না সে ব্যাপারে আগে ব্যবস্থা নেন। সোমবার (০৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুদকের অধিবেশন শেষে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় দুদক সচিব খোরশেদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ডিসিদেরকে অনিয়ম, দুর্নীতির তথ্য দুদকে পাঠাতে বলা হয়েছে। সরাসরি পাঠানো সম্ভব না হলে ১৫ দিন পর পর মন্ত্রিপরিষদ বিভাগে যে গোপন প্রতিবেদন পাঠানো হয় সেটার সঙ্গে দুদকের অনিয়ম, দুর্নীতির তথ্য পাঠাতে পারবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের গড়িমসি নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, এটা ঠিক নয়, কারো বিরুদ্ধে অভিযোগ আমরা দেখিনা। আমরা দেখি অভিযোগটি তফসিলভুক্ত কিনা।

শেয়ারনিউজ, ০৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে