ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

২০২৪ মার্চ ০৫ ১০:৪০:০৪
আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক : সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী মো. মহিন ভূঞা (৩২) ও তার গর্ভবতী স্ত্রী রুনা আক্তার (২২)। স্থানীয় সময় রোববার (০৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সেখানকার জু-লিস স্ট্রিটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মহিন ভূঞা নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে এবং মহিনের স্ত্রী রুনা আক্তার একই উপজেলার কেশারপাড় ইউনিয়নের জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।

মহিনের ছোট ভাই মো. মফিজ ভূঞা জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার ভাই ও অন্তঃসত্ত্বা ভাবিকে গুলি করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা দুই সন্তান বেঁচে যায়। আমার ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।

অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর জব্বার গণমাধ্যমকে জানান, এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুই ভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। ধারণা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন জানান, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই সন্ত্রাসী ও ডাকাতের কবলে পড়ে প্রাণ হারান বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিনের এমন বিদায় আমরা মেনে নিতে পারছি না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার তাদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

শেয়ারনিউজ, ০৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে