ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Sharenews24

ভক্তদের ঈদ উপহার দিলেন সালমান খান

২০২৪ এপ্রিল ১১ ১৭:১৬:৪৬
ভক্তদের ঈদ উপহার দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক : প্রতিবছরই ঈদ উৎসবে বলিউড সুপারস্টার সালমান খানের ছবির রঙয়ে রঙিন থাকত ভক্তদের মন। এবার হলো ব্যতিক্রম। কারণ ভাইজান এই ঈদে প্রেক্ষাগৃহে নেই। তবে ভক্তদের নিরাশ করেননি। আজ নতুন সিনেমার ঘোষণা দিয়ে কিছুটা আশা দিলেন।

নিজের সামাজিকমাধ্যমে সালমান লিখেছেন, এবারের ইদে অক্ষয়-টাইগারের বড়ে মিঞা ছোটে মিঞা এবং অজয়ের ময়দান দেখুন। পরের বছর সিকান্দারকে দেখবেন।

এতে স্পষ্ট যে এবারের ঈদে নয়, পরের ঈদে তিনি ফিরে আসছেন। ফিরছেন নতুন অবতারে। ভাইজানের দেওয়া তথ্য অনুযায়ী তার নতুন ছবির নাম ‘সিকান্দার।’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস।

এর আগে, গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। ৩০০ কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন। ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন।

এদিকে অনেকদিন হলো বক্স অফিসে সাফল্য পাচ্ছেন না সালমান। এরমধ্যে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। কিন্তু সন্তুষ্ট করতে পারেনি কোনোটাই। নতুন ছবির ঘোষণা শুনে ভক্তদের প্রত্যাশা এবার বীরের বেশেই ফিরবেন প্রিয় তারকা।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে