ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪
Sharenews24

আজ ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

২০২৪ এপ্রিল ১৮ ১১:০৫:৫১
আজ ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদক : আজ এক ঘন্টার জন্য ইন্টারনেট ব্যবহারে বিঘ্নতা ঘটতে পারে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১ ঘন্টা বন্ধ থাকবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-মি-উই-৫)। ফলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়। সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বিএসসিপিএলসি জানায়, একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

তবে এই সমস্যার কারণে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে