ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪
Sharenews24

ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদ করায় গুগলের ২৮ কর্মচারী বরখাস্ত

২০২৪ এপ্রিল ১৮ ২১:৪৭:১২
ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদ করায় গুগলের ২৮ কর্মচারী বরখাস্ত

প্রবাস ডেস্ক : ইসরায়েলের সাথে একটি চুক্তি বাতিলের প্রতিবাদ করায় ২৮ জন গুগল কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন।

তারা 'প্রজেক্ট নিম্বাস' নামের বিতর্কিত চুক্তি বাতিলের দাবি জানান। পরে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটি এবং সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে গুগল কর্তৃপক্ষ তাদের এক কর্মীকে গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে পুলিশের হাতে তুলে দেয়। অফিসের অভ্যন্তরে তিনি ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান নেন।

প্রজেক্ট নিম্বাস হল গুগল এবং অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের বিতর্কিত ১২০ কোটি ডলারের চুক্তি, যার মাধ্যমে দুটি কোম্পানি ইসরায়েলি সামরিক বাহিনী এবং বিভিন্ন সরকারী বিভাগকে ক্লাউড পরিষেবা সহ উন্নত প্রযুক্তি প্রদান করবে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

অনুসন্ধানী এর সর্বশেষ খবর

অনুসন্ধানী - এর সব খবর



রে