ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪
Sharenews24

অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে আরবের ধু ধু মরুভূমি

২০২৪ এপ্রিল ১৮ ২২:৩৫:১৯
অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে আরবের ধু ধু মরুভূমি

প্রবাস ডেস্ক : সৌদি আরবে ধু ধু মরুভূমিগুলো দিনে দিনে সবুজ ঘাসে ভরে যাচ্ছে। মরুভূমির মাঝে সবুজের খেলা দেখে অবাক সেই অঞ্চলের বাসিন্দারাও। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির জন্যই সবুজ ঘাসে ছেয়ে যাচ্ছে।

মরুভূমি সবুজ ঘাসে ভরা হওয়ায় বাস্তুতন্ত্রেরও পরিবর্তন হয়েছে। মরুভূমি এলাকায় সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টির কারণে মক্কা ও মদিনার মধ্যবর্তী মরুভূমি এলাকা সবুজ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টির কারণ। এই অঞ্চলে বৃষ্টি হয় না। সেখানে প্রবল বৃষ্টিতে মাটি ভিজে গেছে। আর সেখানেই গাছটি বেড়ে ওঠে। ২০২৩ সালের শেষ থেকে এই এলাকা সবুজ হয়ে উঠেছে।

নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্তের কাছে আল-জাওয়াফ, হাইল, আল-কাসিমে প্রবল বৃষ্টি হয়েছে। সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ফলে সবুজ বেড়েছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে মরু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ২০২১ সালে, প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে।

সেই পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরব প্রশাসন ২০৩০ সালের মধ্যে মরুভূমিতে বসবাসকারী ৪৫০ মিলিয়ন গাছ রোপণ করবে।

শেয়ারনিউজ, ১৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে