ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

১০ বছরের মধ্যে পূবালী ব্যাংকের রেকর্ড ডিভিডেন্ড

২০২৪ এপ্রিল ২০ ১২:৫৭:২৭
১০ বছরের মধ্যে পূবালী ব্যাংকের রেকর্ড ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

কোম্পানিটি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৪ সালের পর এবারের ডিভিডেন্ড সর্বোচ্চ। ২০১৩ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৫ সালে ১২ শতাংশ ক্যাশ, ২০১৬ সালে থেকে ১৩ শতাংশ (১০ ক্যাশ ও ৩ বোনাস), ২০১৭ সালে ১০ শতাংশ (৫ ক্যাশ ও ৫ বোনাস), ২০১৮ সালে ১৩ শতাংশ (১০ ক্যাশ ও ৩ বোনাস), ২০১৯ সালে ১০ শতাংশ ক্যাশ, ২০২০ সালে ১২.৫০ শতাংশ ক্যাশ, ২০২১ সালে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ২০২২ সালে ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এদিকে সমাপ্ত ২০২৩ অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ০৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।

শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে