ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দুই স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, এক স্ত্রী কাটল পুরুষাঙ্গ

২০২৪ এপ্রিল ২০ ১৫:২০:৪৭
দুই স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, এক স্ত্রী কাটল পুরুষাঙ্গ

নিজস্ব প্রতিবেদক: ঝর্ণা খাতুন নামে সাতক্ষীরার কলারোয়ার এক গৃহবধূ স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

গৃহবধূ ছিলেন লোকটির দ্বিতীয় স্ত্রী। অপরদিকে আজহারুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২০ এপ্রিল) ভোররাতে পারিবারিক কলহের জেরে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এই ঘটনা ঘটে।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন এবং ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন। সম্প্রতি প্রথম স্ত্রীকে নিয়ে আজহারুল ও ঝর্ণা খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খায় ঝর্ণা খাতুন।

পরে ঘুমন্ত আজহারুলের হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভোররাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ মানস কুমার জানান, হাসপাতালে ভর্তি করার আগেই ঝর্ণা খাতুনের মৃত্যু হয়। আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে