ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

ঘুম নেই ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ারের বিনিয়োগকারীদের

২০২৪ এপ্রিল ২০ ১৯:৩৪:৪৭
ঘুম নেই ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ারের বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে দেশের শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করছে। ফলে বিনিয়োগকারীদের লোকসান অসহনীয় পর্যায়ে উপনীত হয়েছে। বিদায়ী সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় ধরনের লোকসান হয়েছে। যে কারণে ঘুম নেই বিনিয়োগকারীদের। এরমধ্যে ‘এ’ ক্যাটগরির ৯ শেয়ারের বিনিয়োগকারীদের অবস্থা খুব খারাপ। সপ্তাহের ব্যবধানে এই শেয়ারগুলোর ৬ শতাংশ থেকে ১১ শতাংশ পতন হয়েছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- কর্ণফুলি ইন্সুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ, মার্চেন্টাইল ব্যাংক, ঢাকা ইন্সুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্স, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইডিএলসি ফাইন্যান্স, প্রভাতি ইন্সুরেন্স এবং স্টান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে কর্ণফুলি ইন্সুরেন্সের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.২৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে লোকসানের দ্বিতীয় স্থানে রয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.২০ শতাংশ।

লোকসানে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মার্চেন্টাইল ব্যাংকের শেয়ার দর কমেছে ৭.৩২ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৭.০২ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ৬.৯৭ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৬.৩৮ শতাংশ, আইডিসিএল ব্যাংকের ৬.২১ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্সের ৬.১২ শতাংশ এবং স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৬.০৪ শতাংশ।

শেয়ারনিউজ, ২০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে