ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সকালে আশাবাদী হলেও বিকালেই বিনিয়োগকারীরা হতাশ

২০২৪ মে ১৩ ১৫:১৪:১১
সকালে আশাবাদী হলেও বিকালেই বিনিয়োগকারীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক : টানা তিন কর্মদিবস নেতিবাচক প্রবণতায় থাকার পর সপ্তাহের গতকাল রোববার (১২ মে) উভয় শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল সাড়ে ৩৫ পয়েন্টের বেশি। সূচক বৃদ্ধির পাশাপাশি ওইদিন লেনদেনও ছিল ইতিবাচক।

কিন্তু একদিন পর আজ সোমবার (১৩ মে) শেয়রবাজার আবারও পুরনো চেহারায় আর্বিভূত হতে দেখা যায়। আজ আগের দিনের কাছাকাছি সূচক পড়ে গেছে। তবে সূচকের পতন হলেও আজ আগের দিনের চেয়ে ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে ডিএসইস সূচক ১৮ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। এরপর সোয়া ১০টায় বাজার নেতিবাচক প্রবণতায় মোড় নেয়। তারপর ধারাবাহিক পতনে দুপুর ১২টায় সূচক ২০ পয়েন্টের বেশি নেমে যায়। দুপুর সোয়া ১২টায় বাজার আবারও ইতিবাচক প্রবণতায় ফেরার চেষ্টা করে। কিন্তু সেল প্রেসারে টিকতে পারেনি। তারপর ক্রমাগত নিচে নামতে থাকে। যা শেষ বেলায় প্রায় ৩০ পয়েন্টের কাছাকাছি গিয়ে স্থির হয়।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৯৬৮ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৫৮ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১৪ লাখ টাকা বেশি।

আজ ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

ইন্টারনেট সমস্যার করণে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েব সাইটে ঢোকা যায়নি। যে কারণে সিএসইর লেনদেনের তথ্য দেওয়ার সম্ভব হলো না।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে