ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

হজযাত্রীদের তরুণীদের স্বাগত জানানো নিয়ে প্রতিক্রিয়া, ভিডিও ভাইরাল

২০২৪ মে ১৭ ১১:৪৯:০১
হজযাত্রীদের তরুণীদের স্বাগত জানানো নিয়ে প্রতিক্রিয়া, ভিডিও ভাইরাল

প্রবাস ডেস্ক : চলতি হজ মৌসুমে হাজিদের স্বাগত জানাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এবার মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের স্বাগত জানানোর কাজে যুক্ত করা হয়েছে নারীদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, সৌদির তরুণীরা বিভিন্ন ভাষায় হজযাত্রীদের স্বাগত জানানোর অনুশীলন করছেন। যার মধ্যে রয়েছে ইংরেজি, ফরাসি, তার্কিস ইন্দোনেশিয়ানসহ অন্য আরও ভাষা।

দক্ষ এই নারীদের প্রশংসা করেছেন মদিনার আমির সালমান বিন সুলতান। তিনি সম্প্রতি হজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মদিনার বিমানবন্দরে গিয়েছিলেন।

সৌদির নারীদের এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এটির প্রশংসা করেছেন।

গত বৃহস্পতিবার হজযাত্রীদের প্রথম বহরটি সৌদিতে এসে পৌঁছায়। এই সময় তাদের স্বাগত জানাতে ভালো প্রস্তুতি নেওয়া হয়। সঙ্গে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সৌদিতে পা রাখা প্রথম হজযাত্রীদের ফুল, সুগন্ধি এবং খেজুর দিয়ে বরণ করে নেওয়া হয়।

হজযাত্রীদের তরুণীদের স্বাগত জানানো নিয়ে প্রতিক্রিয়া, ভিডিও ভাইরাল

হজ মৌসুম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সৌদি আরব নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন করেছে। এছাড়া স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন তা নিশ্চিত করবেন তারা।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে