ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অবশেষে স্পেনের বাংলাদেশিরা পাচ্ছেন দেশীয় শাকসবজি

২০২৪ মে ১৭ ২১:৫৪:৫৮
অবশেষে স্পেনের বাংলাদেশিরা পাচ্ছেন দেশীয় শাকসবজি

প্রবাস ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা তিন শতাব্দীরও বেশি সময় ধরে দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে বসবাস করছেন। বাংলাদেশি সবজি দেশে খুব একটা প্রচলিত ছিল না। তবে এবারই প্রথম বাংলাদেশ থেকে সরাসরি দেশি সবজি আমদানি করা হচ্ছে।

প্রবাসীদের কথা মাথায় রেখে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিস এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘হাট বাজার’ এই উদ্যোগ নিয়েছে। আর এতে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং।

স্পেনে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করায় স্থানীয় সবজির চাহিদা বেশি। তবে আগে বাংলাদেশ থেকে সরাসরি আমদানি করতে না পারায় স্থানীয় সবজির প্রাপ্যতা কম ছিল।

এবার সেই অভাব পূরণ করতে যাচ্ছে 'হাট বাজার'। কয়েক মাসের প্রচেষ্টায় বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখার ব্যবস্থাপনায় দেশীয় সবজি আমদানিতে সফল হয়েছে সংস্থাটি।

এদিকে স্থানীয় সবজি পেতে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেছেন প্রতিষ্ঠানটিতে। দোকানে প্রয়োজনীয় সবজি পেয়ে স্প্যানিশরাও খুশি।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে