ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত

বিদেশের পাশাপাশি দেশেও বিনিয়োগ করুন

২০২৪ মে ১৯ ১০:৩৬:২০
বিদেশের পাশাপাশি দেশেও বিনিয়োগ করুন

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, আমিরাতে পারফিউম ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের অনেকেই ভালো অবস্থানে আছেন। ইতোমধ্যে তাদের প্রতিষ্ঠানে প্রচুর বাংলাদেশীর কর্মসংস্থান হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরো সম্প্রসারিত হলে বাংলাদেশী প্রচুর লোকের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় একটি চালিকাশক্তি হিসেবে কাজ করছে। উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে আরো ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন তিনি।

শুক্রবার (১৭ মে) দুবাই গোল্ড মার্কেট এলাকায় বাংলাদেশি মালিকানাধীন টুকিও সেট গ্রুপের প্রতিষ্ঠান হুদ খালিজী পারফিউমসের নতুন শোরুম উদ্বোধনকালে রাষ্ট্রদূত আবু জাফর একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. মাহাবুব আলম মানিক, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শিবলী সাদিক, সাংবাদিক ইউনিটির সভাপতি সিরাজুল হকসহ বাংলাদেশ কমিউনিটির অনেকেই।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, মরুভূমির বুকে বাংলাদেশিদের হাত দিয়ে তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা বাংলাদেশের সুনাম বাড়াচ্ছেন। তারা ধীরে ধীরে নতুন নতুন শাখা গড়ে তুলছেন এবং আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করছেন। এই ব্যবসায় ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের পরিচালক সিআইপি মোহাম্মদ মাহাবুব আলম মানিক জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে ৭’শ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। ব্যবসা সম্প্রসারিত হলে এখানে আরো কর্মসংস্থানের সুযোগ হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, দৈনিক প্রায় ৫ হাজার বোতল পারফিউম তৈরির সক্ষমতা আছে তার ফ্যাক্টরিতে।

প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে গর্বের। তবে এসব উদ্যোক্তাদের যদি দেশের মধ্যেও বিনিয়োগ করার সুযোগ করা যায় তাহলে দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারবে এইসব প্রবাসী ব্যবসায়ীরা।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে