ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

এবারের হজে উচ্চ তাপমাত্রার সতর্কতা সৌদি আরবের

২০২৪ মে ১৯ ১৯:৫৬:২৩
এবারের হজে উচ্চ তাপমাত্রার সতর্কতা সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে হতে যাওয়া হজের সময় সৌদি আরবে তাপমাত্রা খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির প্রধান আয়মান গোলাম এই বিষয়ে সতর্ক করেছেন।

উচ্চ তাপমাত্রার সতর্কবার্তা দিয়ে আসন্ন হজের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। আয়মান গোলাম বলেন, এই বছর হজ মৌসুম ২৪ থেকে ২৯ জুন। সৌদি আরবে বছরের সবচেয়ে উষ্ণ সময়ের সঙ্গে মিলে যাচ্ছে হজের এই মৌসুম।

তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই সাধারণত সৌদি আরবে বছরের এই সময়ে বেশি থাকে। ফলে হজে অংশগ্রহণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা গেছে, হজ পালনে আসা হজযাত্রীদের ওপর তীব্র গরমের প্রভাব কমাতে হজ আয়োজকদের অন্যতম অগ্রাধিকার হচ্ছে তাদের বাসস্থান যথেষ্ট ঠান্ডা রাখা।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে