ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

ডিপজলকে শিল্পী সমিতির পদে না বসার নির্দেশ

২০২৪ মে ২০ ১৩:৫৫:০২
ডিপজলকে শিল্পী সমিতির পদে না বসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদী নির্বাচনে বিজয়ী সম্পাদক ডিপজল তাঁর পদে না বসার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।

একইসঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশনা জারি করেছেন আদালত।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আইনজীবীর মাধ্যমে একটি রিট আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ। যেখানে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। ভোটে মিশা-ডিপজল পরিষদের কাছে হেরে যান তিনি।

নির্বাচন শেষে তাঁকে দেখা গিয়েছিল বিজয়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরাতেও। তবে এর প্রায় মাসখানেক পর ফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি।

বর্তমানে নিপুণ রয়েছেন আমেরিকায়। তাঁর পক্ষে এ রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে