ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

সর্বোচ্চ দর বৃদ্ধিতে এগিয়ে ঝুঁকিপূর্ণ ৪ কোম্পানি

২০২৪ মে ২১ ১৭:১৭:৪২
সর্বোচ্চ দর বৃদ্ধিতে এগিয়ে ঝুঁকিপূর্ণ ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : গত ৮ কার্যদিবস ধরেই ধারাবাহিক দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। আজ ২১ মে দরপতনের মধ্যেও সর্বোচ্চ দর বৃদ্ধিতে এগিয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, মিথুন নিটিং, বিআইএফসি এবং অ্যাকটিভ ফাইন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইয়াকিন পলিমারের। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

গত এক বছর ধরে কোম্পানিটির কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

আজ দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে মিথুন নিটিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭০ পয়সায়। যা গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোন আয় দেখাতে পারেনে। যে কারণে বর্তমানে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১৪ কোটি ৪৮ লাখ টাকা।

আজ তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিআইএফসির। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৭০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানিটির সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ১ টাকা ৭০ পয়সা। যে কারণে বর্তমানে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ। কোম্পানিটি সর্বশেষ ২০১৩ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

এছাড়া, বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা।

চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে অ্যাকটিভ ফাইনের। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১ টাকা বা ৭.৭৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

গত এক বছর ধরে কোম্পানিটির কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৮৬.৮৮ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে