ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

ইতালির ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

২০২৪ মে ২১ ২২:০৫:১৪
ইতালির ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বৈধ পথে ও স্বল্প খরচে ইতালি যেতে ইচ্ছুক নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকশেষে মঙ্গলবার (২১ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ইতালি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর ইতালিতে ভিসা পেতে দেরি হওয়ার কারণ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা নরমাল প্রসেস। একসঙ্গে অনেকগুলো আবেদন পড়েছে, যে কারণে দেরি হচ্ছে। এর সমাধানে কাজ করা হচ্ছে। লিগ্যাল কাগজপত্র নিয়ে যারা আবেদন করবে, তারা দ্রুতই ভিসা পেয়ে যাবে।’

প্রবাসীকর্মীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থানের ভিত্তিতে যেখানে ইতালি দক্ষ জনবলের চাহিদা দিবে, সেখানে রিক্রুটিং এজেন্টরা যেন নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নিতে না পারে, ভিসা প্রত্যাশীদের যেন দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় এবং তাদের ভোগান্তি কমে; সে বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

খুব সহজ প্রক্রিয়ায় ও স্বল্প খরচে বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন বলে জানান শফিকুর রহমান চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের ইতালি রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, ‘আজকে আমরা আলোচনা করেছি কীভাবে বৈধ অভিবাসন বাড়ানো যায়। যারা যোগ্য তাদেরকে আমরা ভিসা দিতে আগ্রহী। গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কারণে অনেক সময় দীর্ঘসূত্রতা তৈরি হয়। তবে যাতে ভিসা প্রক্রিয়া দ্রুত করা যায়, সেই বিষয়ে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে