ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

নিপুনকে কেন্দ্র করে

শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

২০২৪ মে ২৩ ১৬:৫৬:২৩
শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের মাধ্যমে লাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা ও ডিপজল। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল যাতে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে না পারেন, সেজন্য হাইকোর্টে একটি রিট করেছেন। তার রিটের প্রেক্ষিত হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন।

এই নিয়ে উত্তপ্ত গোটা সিনেমাপাড়া। এফডিসিতে চলছে বৈঠকের পর বৈঠক। ওই বৈঠকের এক পর্যায়ে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

মিশা সওদাগর জানান, আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। মিশা বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি, ভাই আমাদের অনেক ছেলে-মেয়ের কাজে লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক), নাচের ডিরক্টরদের বলব, তোমার ক’জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে একটা তালিকা দে, যারা কাজ করতে আগ্রহী।’

মিশা বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও আলোচনায় তুলে আনেন। তিনি বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’

চলচ্চিত্র শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে এর আগে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। জেলে যাওযার আগে তিনি বলেছিলেন, ‘আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।’

হেলেনা জাহাঙ্গীর এমন মন্তব্যের পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার চলচ্চিত্র শিল্পীদের চাকুরী দেওয়ার কথা বললেন ডিলজলের সামনে মিশা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে