ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪
Sharenews24

বিক্রি হচ্ছে না ভারত থেকে আমদানি করা পেঁয়াজ

২০২৪ মে ২৩ ১৭:৫১:০০
বিক্রি হচ্ছে না ভারত থেকে আমদানি করা পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আট দিন অতিবাহিত হলেও বিক্রি হয়নি। পেঁয়াজ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন বলে জানা গেছে।

হিলি আরএসবি এন্টারপ্রাইজের আমদানিকারকের গুদামে গিয়ে দেখা যায়, এই কোম্পানিটি ১৪ মে ভারত থেকে একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ গুদামে রাখা হয়েছে। ফ্যান চালিয়ে গুদাম ঠান্ডা রাখা হচ্ছে। তবে খুব অল্প সময়ে এসব পেঁয়াজ বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে।এতে বড় ধরনের লোকসানে পড়বেন আমদানিকারকরা।

আমদানি করা পেঁয়াজ বিক্রি না হওয়া প্রসঙ্গে হিলি আরএসবি এন্টারপ্রাইজের আমদানিকারক আহম্মেদ সরকার বলেন, গত ১৪ মে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থেকে হিলি স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে নাসিক জাতের ৩০ টন পেঁয়াজ আমদানি করি। পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারের বেধে দেয়া শুল্কের ৪০ শতাংশ হারে ৫ লাখ ৪৬ হাজার ১৬০ রুপি পরিশোধ করতে হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রতি কেজিতে প্রায় ২৫ টাকা। এছাড়া পেঁয়াজ আমদানিতে বাংলাদেশে প্রতি কেজিতে ৬ টাকা ৩৪ পয়সা শুল্ক দিতে হয়েছে। আর ভারতে প্রতি কেজি পেঁয়াজ কেনা পড়েছে প্রায় ৩০ টাকা। সেই হিসাবে সব খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে প্রায় ৬২ টাকা খরচ পড়েছে।

তিনি জানান, এখন বাংলাদেশে স্থানীয় বাজারে দেশি জাতের পেঁয়াজ ৬০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। বেশি দামে পেঁয়াজ আমদানি করে এখন কেনা দামে পেঁয়াজ বিক্রি করার ক্রেতাও পাচ্ছি না। দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম সমান থাকায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। আট দিন ধরে গুদামে পেঁয়াজ পড়ে আছে।

এই বিষয়ে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহীনুর রেজা সংবাদ মাধ্যমকে বলেন, ভারত সরকার যদি পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে অথবা শুল্কের পরিমাণ না কমায়, তাহলে পেঁয়াজ আমদানিকারকেরা কেউই লোকসানের ভয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করবেন না। এখন পেঁয়াজ আমদানি করলে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন পাঠাতে দুই দেশের আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে