ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ২৪ ০৯:১৯:৩৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের বুধবার (২২ মে) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৫৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৯৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এসিআই লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৯ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১৪ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা, ইজেনারেশনের ১১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে