ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

আইএমএফের ৩য় কিস্তি পাওয়ার বিষয়ে যা জানা গেল

২০২৪ মে ২৪ ১৪:৩০:২০
আইএমএফের ৩য় কিস্তি পাওয়ার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। তবে সভায় বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি উঠছে না।

যদিও বাংলাদেশ ব্যাংক আশা করছে, আইএমএফ সহসাই অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, জুন মাসে অনুষ্ঠেয় সভায়ই ঋণের কিস্তি ছাড় অনুমোদন পাবে।

জানা গেছে, আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী পর্ষদের সভায় বিভিন্ন দেশে বর্ধিত ঋণ অনুমোদনের বিষয়ে সূচি রয়েছে। যেখানে নেই বাংলাদেশের নাম।

এদিকে, জাতীয় সংসদে ৬ জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এর আগে ঋণের এই কিস্তি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ। ঋণ অনুমোদনের পরপরই ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় দেয় সংস্থাটি।

তারপর ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলারও ছাড় দেয়া হয়েছে। তৃতীয় ধাপে বাংলাদেশ পাবে ১.১৫ বিলিয়ন ডলার, যা কিস্তিতে পূর্ব নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি।

আইএমএফ প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশে সফর করেছে। তাদের পক্ষ থেকে গত ৮ মে বলা হয়েছে, তারা ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত হয়েছে, যা নির্বাহী বোর্ডের সভায় অনুমোদন সাপেক্ষে ছাড় করা হবে।

সম্প্রতি আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে বাজারের ওপর ছেড়ে দেয়। বাড়ানো হয় ডলারের দামও।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে