ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

২০২৪ মে ২৪ ১৫:০৫:২৫
সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় আধিপত্য ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক দও বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- মিথুন নিটিং, বিআইএফসি, ইয়াকিন পলিমার, অ্যাকটিভ ফাইন, অলটেক্স এবং দুলামিয়া কটন।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিথুন নিটিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৭৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর বেড়েছে ২৮.১৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ৪০ পয়সায়। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

২২.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইয়াকিন পলিমার।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ৩ প্রতিষ্ঠানের মধ্যে- অ্যাকটিভ ফাইনের ১৪.২৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.৬৮ শতাংশ এবং দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে