ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

দেশে মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনীতিবিদরা বলছেন শুভঙ্করের ফাঁকি

২০২৪ মে ২৪ ১৯:৫৩:৫৮
দেশে মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনীতিবিদরা বলছেন শুভঙ্করের ফাঁকি

নিজস্ব প্রতিবেদক : সরকারি তথ্যমতে, চলতি ২০২৩-২৪ অর্থবছর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ ডলার। আগের অর্থবছরে যা ছিল ২ হাজার ৭৪৯ ডলার।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার। টাকার হিসাবে বর্তমানে মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

তথ্য অনুযায়ি, আগের অর্থবছরে যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। ফলে এবারই প্রথম মাথাপিছু আয় ছাড়ালো তিন লাখ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার রাতে এই তথ্য প্রকাশ করেছে। বিবিএসের এই হিসাবে ডলারের দাম ধরা হয়েছে ১০৯ টাকা।

যদিও ডলার এখন সরকারি দরে ১১৭ টাকা। ব্যাংক কেনা-বেচা করছে ১১৯-১২০ টাকায়। আর খোলা বাজারে দাম উঠেছে ১২৫ টাকা।

তবে অর্থনীতিবিদরা মাথাপিছু আয়ের এই হিসাবকে শুভংকরের ফাঁকি বলছেন। তাদের মতে, গত এক বছরে শ্রমজীবী মানুষের মজুরি সেভাবে বাড়েনি। এই সময়ে দেশে কোটিপতিদের আয় বাড়লেও গরিবদের আয় বাড়েনি সেভাবে।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মাথাপিছু আয় বৃদ্ধিতে ডলারের আগের দাম দেখানো হতে পারে। আবার বর্তমানে টাকার অঙ্কে কনভার্ট করলে বেড়ে যাবে। এটা শুভংকরের ফাঁকি।’

তিনি বলেন, ‘যেটা দেখানো হচ্ছে এটা প্রকৃত আয় নয়। প্রকৃতপক্ষে মানুষের আয় বাড়েনি, মজুরিও বাড়েনি। ফলে হিসাবটা মিলছে না। দেশে কোটিপতিদের সংখ্যা বেড়েছে। কোটিপতিদের আয়ের হিসাবে মাথাপিছু আয় বেড়েছে।’

প্রসঙ্গত, মাথাপিছু আয় কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় নয়। একটি দেশের ভিতর ও বাইরের আয়কে দেশের সব মানুষের মধ্যে ভাগ করে এই হিসাব করা হয়।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে