ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

হজের আগে ওঠানো হলো কাবার গিলাফ, কেন করা হয় এটি?

২০২৪ মে ২৫ ১১:০৩:৫৬
হজের আগে ওঠানো হলো কাবার গিলাফ, কেন করা হয় এটি?

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজের মৌসুম চলে এসেছে। সৌদিতে এখন হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে পবিত্র কাবা শরিফের নিচের অংশ উঁচু করা হয়েছে। এটি প্রতি বছর করা হয়।

বুধবার (২২ মে) দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ গিলাফ ওঠানোর কাজটি সম্পন্ন করেছে। যেই অংশ থেকে গিলাফটি ওঠানো হয়েছে সেই অংশটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের

হজের সময় কাবা শরীফে একসঙ্গে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এই মানুষ যেন গিলাফটিতে স্পর্শ করতে না পারেন সেটি নিশ্চিতে এটি উপরে ওঠানো হয়। কারণ এত সংখ্যক মানুষ গিলাফে স্পর্শ করলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

কাবার গিলাফটি ওঠানোর কাজটি করেছেন সৌদির ৩৬ জন বিশেষজ্ঞ। এতে ব্যবহার করা হয় ১০টি ক্রেন।

কাজটি বেশ জটিল। প্রথমে গিলাফের নিচের অংশটি খোলা এবং আলাদা করা হয়। এরপর খোলা হয় উপরের রশি। পরে নিচের অংশটি উপরের দিকে টেনে নেওয়া হয়। সবশেষে সাদা কাপড়ে নিচের অংশটি মুড়িয়ে দেওয়া হয়।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে