ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

মুকেশ আম্বানির জাদুতে বড় মুনাফায় বিনিয়োগকারীরা

২০২৪ মে ২৭ ০৬:২৯:৪১
মুকেশ আম্বানির জাদুতে বড় মুনাফায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : ভারতের শেয়ারবাজার দেশটির বিনিয়োগকারীদের গত সপ্তাহে ছিল প্রচুর অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে। পাশাপাশি বড় বড় কোম্পানিগুলিও ব্যাপকভাবে লাভবান হয়েছে।

মুম্বাই সেনসেক্সের শীর্ষ-১০ ভ্যালুয়েবল কোম্পানির মধ্যে ৯ টির মার্কেট ভ্যালু বৃদ্ধি পেয়েছে। তবে সবথেকে বেশি লাভবান হয়েছেন ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজের বিনিয়োগকারীরা। এই কোম্পানি বিনিয়োগকারীদের মাত্র ৫টি ট্রেডিং সেশনে ৬ হাজার কোটি টাকার বেশি লাভ এনে দিয়েছে।

রিলায়েন্সের বাজার মূলধন আবার ২০ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পাশাপাশি এইচডিএফসি ব্যাংক, এলআইসি এবং টিসিএস-এর বাজার মূলধন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

কিন্তু মুকেশ আম্বানির রিলায়েন্স আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে। গত পাঁচ ট্রেডিং সেশন সম্পর্কে কথা বললে, রিলায়েন্সের শেয়ার ৪.৩১ শতাংশ বেড়ে ২ হাজার ৯৬০ টাকায় পৌঁছেছে। এর পাশাপাশি রিলায়েন্সের বাজার মূলধন ফের ২০ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। রিলায়েন্সের বাজার মূলধন বর্তমানে ২০ লাখ ০২ হাজার ৩৯৮ কোটি টাকা। অর্থাৎ মাত্র পাঁচ দিনে রিলায়েন্সে বিনিয়োগকারীদের সম্পত্তি মোট ৬১ হাজার ৩৯৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে