ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট

২০২৪ মে ২৯ ১৩:১৩:১১
সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড প্রতিষ্ঠানটির একটি সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার (২৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪২তম বৈঠকে বিনিয়োগের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, নিট কম্পোজিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেড। এই কোম্পানিতে বিনিয়োগ করা হবে পাঁচ কোটি টাকা।

কোম্পানির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল পরিচালিত বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ডের উদ্যোক্তা। ফান্ডটিতে থাকা ৫৬ লাখ ৬৩ হাজার ৪৮৬টি ইউনিটের মধ্য থেকে ৪৬ লাখ ৬৩ হাজার ৪৬৬টি ইউনিট সমর্পণ করেছে।

এর বিপরীতে পাঁচ কোটি চার লাখ ১২ হাজার ২৮৩ টাকা বিনিয়োগ ফেরত পেয়েছে। এই টাকা সহযোগী প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা হবে।

শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে