ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো অধিদফতর

২০২৪ মে ২৯ ২০:৫৯:৩১
ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালো অধিদফতর

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এরপরই সারাদেশে অনুভূত হচ্ছে তাপপ্রবাহ। গরমের এই অনুভুতি আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদেরা জানান, দুদিন টানা বৃষ্টির কারণে বাতাসে ও মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে গেছে। আর এতে করে শরীরের ঘাম শুকাচ্ছে না, ভ্যাপসা গরমে অস্বস্তি লাগছে। বুধবার (২৯ মে) গণমাধ্যমকে এমন অবস্থা আরো কিছুদিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

তিনি বলেন, এখন এই সময়ে এমন ভ্যাপসা গরম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, এতে অস্বস্তিও বাড়ছে। আকাশে মেঘ থাকলে গরমের অনুভূতি হচ্ছে।

এই আবহাওয়াবিদ বলেন, এই সময়টাতে এমন ভ্যাপসা গরম থাকে। এরপর এবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ মে) ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.০৪ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার ঢাকায় দুপুর ১২টা পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৩.০৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। ঢাকার তাপমাত্রা দিনে এর চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে