ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪
Sharenews24

সামিট গ্রুপের নেতৃত্বে কৌশলগত পরিবর্তন

২০২৪ এপ্রিল ৩০ ০৬:৩২:২৪
সামিট গ্রুপের নেতৃত্বে কৌশলগত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের নেতৃত্বে পরিবর্তন এসেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এটিকে কৌশলগত পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছে।

সোমবার কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরিবর্তনের অংশ হিসেবে জাফর উম্মিদ খানকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) চেয়ারম্যান করা হয়েছে, যা ১৭ এপ্রিল কার্যকর হয়েছে।

এ ছাড়া লতিফ খানকে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) চেয়ারম্যান করা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর। তার আগে তাঁরা দুজন প্রতিষ্ঠানগুলোর ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

এর আগে অর্থাৎ ২০২১ সালের ২৮ ডিসেম্বর এবং ২০২২ সালের ৩০ মে থেকে ফরিদ খান সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ারস লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হোল্ডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড এবং সিঙ্গাপুরের সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে থাকবেন।

এ ছাড়া মুহাম্মদ আজিজ খান গ্রুপের অধীন অন্য কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করবেন।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে