ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে অষ্টম শিরোপা ভারতের

২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৮:৪৭:১০
শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে অষ্টম শিরোপা ভারতের

শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে অষ্টম শিরোপা ভারতের

ক্রীড়া প্রতিবেদক : ভারত শ্রীলঙ্কার জম্পেশ একটা ফাইনাল হবে এমনটাই এমন ধারণা ছিল সবার। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। শ্রীলঙ্কাকে একপ্রকার গুড়িয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে ভারত।

টস জিতে আগে ব্যাট করতে নেমে রীতিমতো অসহায় ছিল লঙ্কান ব্যাটাররা। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের তোপেই যেন গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫ দশমিক ২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা। জবাবে ভারত ম্যাচ জিতেছে ১০ উইকেটের ব্যবধানে, মাত্র ৬ দশমিক ১ ওভারে।

মাত্র ৬.১ ওভারে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ভারত। এর আগে বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট পরে ইনিংস উদ্বোধন করতে নামে শ্রীলঙ্কা। তবে শুরুতেই লঙ্কান ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ চালায় ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে চার লঙ্কান ব্যাটারকে সাজঘরে ফেরান এই পেসার। তার ধাক্কায় মাত্র ১২ রানের মধ্যে প্রথম ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে পাঁচটিই তুলে নেন সিরাজ।

জাসপ্রিত বুমরাহ প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরান কুশল পেরেরাকে। এরপর থেকে লঙ্কান শিবিরে তাণ্ডব চালান আরেক পেসার সিরাজ। একে একে তুলে নেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে।

পরের ওভারে ফিরে দাসুন শানাকাকে নিজের পঞ্চম শিকার বানিয়েছেন সিরাজ। ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস সর্বোচ্চ ১৭ রানে সেই সিরাজের বলেই আউট হন। একাদশে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দাসুন হেমন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সিরাজ ২১ রানে ৬টি এবং পান্ডিয়া ৩ রানে ৩টি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন বুমরাহ।

শেয়ারনিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে