ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Sharenews24

২০০ টাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখবেন যেভাবে

২০২৪ মার্চ ০২ ১৩:০৯:২২
২০০ টাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে পাড়ি জমিয়েছে তারা। গত ২৯ ফেব্রুয়ারি ঢাকায় আসার পর টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে চলে গেছে লঙ্কানরা।

তিন ফরম্যাটের সিরিজে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে লঙ্কানদের বিপক্ষের এই সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে এই সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এই মূল্যে গ্রিন গ্যালারি ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন দর্শকরা।

অন্যদিকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা খরচ করেও প্রতিটি ম্যাচ দেখা যাবে, এই মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে।

এ ছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকায় কেনা যাবে।

শেয়ারনিউজ, ০২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে