ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
Sharenews24

বড় পতনের দিনেও স্বস্তিতে চার কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ মার্চ ২৫ ১৯:১৪:৪৯
বড় পতনের দিনেও স্বস্তিতে চার কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : টানা এক মাসেরও বেশি সময় পতনের পর গত দুই দিন উত্থান প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। এতে আশার আলো দেখতে চলেছে বাজারের বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগকারীদের সেই আশার মুখে ফের নেমে এসেছে হতাশার ছাপ।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (২৫ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে পৌনে ৬৭ পয়েন্ট। সূচকের এমন বড় পতনের দিনেও স্বস্তিতে রয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, আরামিট লিমিটেড এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিগুলোর শেয়ারের দাম ৪ শতাংশ থেকে প্রায় ৫ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলো মধ্যে সিটি জেনারেল ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৪.৯৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.৯৩ শতাংশ, আরামিট লিমিটেডের ৪.১৯ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.০১ শতাংশ।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে