ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

ওমানের বিশ্বকাপ স্কোয়াডে ১১ জনই প্রবাসী

২০২৪ মে ১৮ ২১:৩৬:৪৭
ওমানের বিশ্বকাপ স্কোয়াডে ১১ জনই প্রবাসী

প্রবাস ডেস্ক : ওমান বিশ্বকাপের স্কোয়াডে ১১ জন ক্রিকেটারই প্রবাসী। দেশটির ক্রিকেট সফলতার ষোলোআনা অবদানই প্রবাসীদের।

ওমানের ক্রিকেট টিম এক অর্থে প্রবাসীদের মিলনমেলা। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যে দল ঘোষণা করা হয়েছে তার অধিকাংশই পাকিস্তানি। সংখ্যায় ৮ জন। ভারতীয় আছেন ৩ জন। বাকি ৪ জন শুধু ওমানের।

ওমান দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন আকিব ইলিয়াস। জন্মসূত্রে তিনি পাকিস্তানি। শৈশব কেটেছে পাকিস্তানের শিয়ালকোটে।

একই এলাকায় বেড়ে ওঠা নাসিম খুশি, মোহাম্মদ নাদিম ও ফায়াজ বাটও ওমান জাতীয় দলের সদস্য।

এছাড়া ওমান স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জিসান মাকসুদ, বিলাল খান, মেহরান খান এবং কলিমুল্লাহ।

অন্যদিকে ভারতের রয়েছে তিন জন। গুজরাটের কেশব প্রজাপতি, মধ্যপ্রদেশের শোয়েব খান এবং ভোপালের আয়ান খান ওমান দলের শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপ দলে চার ওমানি ক্রিকেটার হলেন খালিদ কাইল, শাকিল আহমেদ, রফিউল্লাহ এবং প্রতীক আথাবেলে। রিজার্ভ বেঞ্চে চারজন। এদের মধ্যে যতিন্দর, সময় ও জয় ভারতীয় বংশোদ্ভূত। অপর একজন সুফিয়ানের জন্ম ওমানে।

স্বাধীনতার পর ওমানের মানুষের কাছে ফুটবলই ছিল একমাত্র খেলা। ক্রিকেট নিয়ে তেমন কিছু আগ্রহ ছিল না। ক্রিকেটে মধ্যপ্রাচ্যের দেশটির যাত্রা খুব বেশি দিনের নয়।

২০০০ সালে আইসিসির অধিভুক্ত হলেও ওয়ানডে স্ট্যাটাসপ্রাপ্তি ২০১৪ সালে। ওমানের এখন পর্যন্ত খেলা হয়নি ওয়ানডে বিশ্বকাপ।

তবে টি-টোয়েন্টির বিশ্বকাপ আসরে দুবার দেখা মিলেছে দলটির। তৃতীয়বারের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ওমান।

শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে