ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে যা বললেন মাশরাফী

২০২৪ মে ২০ ১৭:৫৮:১১
টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে যা বললেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নিতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ।

সোমবার (২০ মে) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছে কাবাডি ফেডারেশন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোত্তর্জা।

এ সময় টাইগারদের বিশ্বকাপ যাত্রা কেমন হবে এই প্রশ্ন করা হয় মাশরাফীকে। জবাবে তিনি বলেন, আশা তো অবশ্যই ভালো কিছু করবে।

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, (স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়।

‘আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ। তাই সাকিব নিয়ে মাশরাফী প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন বলেন, সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করব।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে