ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে, যা বললেন শান্ত

২০২৪ মে ২৯ ১৬:২২:০২
অধিনায়ক হয়ে দায়িত্ব বেড়েছে, যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তার আগে ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার (২৮ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। তারপরেও বাংলাদেশের আশা ভারতের বিপক্ষে পরের ম্যাচটা খেলার।

প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে বিশ্বকাপের মতো মঞ্চে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শান্ত। চলতি বছরেই পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পেয়েছেন। আর প্রথমবারেই যাচ্ছেন বিশ্বকাপে। যা টাইগার অধিনায়কের কাছে গর্বের।

বুধবার (২৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই এমন ড্রিম থাকে যে প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই। তারপর যদি আবার বিশ্বকাপের মতো একটা আসরে এ ধরণের সুযোগ আসে তাহলে তো ওই ক্রিকেটারের জন্য গর্বের বিষয়। অনেক এক্সসাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয়। পাশাপাশি আমার কাছে মনে হয় এই সময়টাকে ইনজয় করতে চাই।’

শান্ত অবশ্য জানালেন নিজের লক্ষ্যের কথা। দেশের হয়ে প্রতিটি ম্যাচেই রাখতে চান অবদান। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে শান্ত বলছিলেন, ‘দলের হয়ে প্রত্যেকদিন কনট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট।;

নিজের ফর্ম দিরে পাওয়ার পরেই শান্তর কাঁধে চলে আসে অধিনায়কের দায়িত্ব। ব্যাটেও শুরু হয় রানের খরা। এমন অবস্থায় খুব চাপ কি না সেই প্রশ্নও উঠেছে।

জবাবে শান্ত বললেন, ‘খুব বেশি অধিনায়ক হওয়া নিয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে এভাবেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা সময় ইনজয় করতে চাই। প্রত্যেকদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আর কি।’

অধিনায়ক শান্তর অধীনে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮ তারিখের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে