ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪
Sharenews24

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

২০২৪ এপ্রিল ২৮ ২০:১০:১৩
পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তিনি দেশটির প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্সের।

সম্প্রতি থাই সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন এই মন্ত্রিসভার অনুমোদনও দিয়েছেন থাইল্যান্ডের রাজা।

তবে এতে পার্নপ্রিকে শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাখা হয়। যদিও এতদিন তিনি দেশের উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

থাই সরকারের মুখপাত্র চাই ওয়াচারোঙ্কে রয়টার্সকে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রির পদত্যাগপত্র পেয়েছেন। তবে তার পদত্যাগের কারণে দেশের পররাষ্ট্র সম্পর্কিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়বে না। কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ও অন্য কর্মকর্তারা তার পরিবর্তে কাজ করতে পারবেন।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে