ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪
Sharenews24

পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

২০২৪ মে ০৯ ২৩:৪৯:৫১
পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র জিলকদ মাস শুক্রবার (১০ মে) থেকে গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সভায় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

এমতাবস্থায়, আগামীকাল শুক্রবার (১০ মে) হিজরি সালের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

শেয়ারনিউজ, ৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে