ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪
Sharenews24

পিএসজির ইতিহাস, প্যারিসে উৎসব

২০২৪ এপ্রিল ২২ ১৬:১৯:১০
পিএসজির ইতিহাস, প্যারিসে উৎসব

স্পোর্ট ডেস্ক : বিভিন্ন ক্লাব যুগ যুগ ধরে ফরাসি ফুটবলে আধিপত্য দেখিয়েছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ উত্থান হয়েছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)।

কাতারের মালিকানার পর থেকে প্যারিসবাসী বদলে গেছে। ফরাসি ক্লাব ফুটবলে তাদের আধিপত্য অব্যাহত রয়েছে। লিগ ওয়ানের শিরোপা নিজেদের সম্পত্তিতে পরিণত করেছে দলটি!

২০১৩ সালে পিএসজির পুনর্জন্ম হয়। দলের তৃতীয় লিগ শিরোপা। তাদের দ্বিতীয় শিরোপা ছিল 19 বছরের ব্যবধানে। কিন্তু পিএসজির চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে বেশি সময় লাগেনি।

গত যুগে মাত্র দুবার লিগ জিততে ব্যর্থ হয়েছে তারা। এই ধারাবাহিক সাফল্যের ওপর দাঁড়িয়ে অবশেষে আরও বড় ইতিহাস গড়ল পিএসজি।

রোববার রাতে ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে অলিম্পিক লিওঁকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে লিগে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো তারা। ছয় মিনিটে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঝড় তোলেন গঙ্কালো রামোস।

বিরতির কয়েক মিনিট আগে পর্তুগিজ ফরওয়ার্ড করেন জোড়া গোল। এর ফাঁকে সান্ত্বনার একমাত্র গোলটি করে সফরকারী অলিম্পিক লিওঁ।

ততক্ষণে উৎসব শুরু হয়ে গেছে প্যারিসজুড়ে। ১১ বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর তাতেই হলো নতুন ইতিহাস।

সেঁত অ্যাঁতিয়েনকে টপকে লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল এখন পিএসজি। সেঁত অ্যাঁতিয়েন ১০ বার শিরোপা জিতেছিল।

সাফল্যের নিরিখে তাদের পেছনে আছে যথাক্রমে অলিম্পিক মার্শেই (৯), এএস মোনাকো (৮), নঁতে (৮) ও লিওঁ (৭)।

গেল এক যুগে কেবল দুবারই শিরোপা জিততে পারেনি পিএসজি। ২০১৬-১৭ মৌসুমে এএস মোনাকো ও ২০২০-২১ মৌসুমে অলিম্পিক লিলঁ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হয়।

এর আগে ও পরে লিগ ওয়ান হয়ে উঠেছে পিএসজিময়।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে