ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

২০২৪ এপ্রিল ২৯ ১৯:১৮:৪৩
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েক ডজন টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার মাস বয়সী একটি শিশুও রয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল কর্তৃপক্ষকে দুর্গত এলাকায় সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

এর আগে শুক্রবার থেকে শুরু হওয়া পৃথক টর্নেডোতে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে ওকলাহোমা, আইওয়া, টেক্সাস, মিসৌরি টর্নেডোতে আঘাত হেনেছে।

গত শনিবার আঘাত হানা কয়েকটি টর্নেডোর বাতাসের গতিবেগ ঘন্টায় ২১৮ কিলোমিটারের বেশি ছিল, মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, টেক্সাস থেকে মিসৌরি পর্যন্ত প্রসারিত এই ঝড়টি কিছু জায়গায় প্রতি ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সালফার শহর ওকলাহোমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক গাড়ি উল্টে গেছে। ওকলাহোমা স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ১০০ জন আহত হয়েছে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে