ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪
Sharenews24

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

২০২৪ মে ০৪ ০৬:০২:৪২
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

প্রবাস ডেস্ক : কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় বিকাল ৪টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

এনআইড কার্যক্রমের উদ্বোধন করে আহসান হাবিব খান আশা প্রকাশ করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা সহজে ও কম সময়ের মধ্যে তাদের এনআইডি পাবেন। তিনি এনআইডি তৈরি ও বিতরণে সংশ্লিষ্টদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি দূতাবাসে এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ও রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব, বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার ওপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন বিদেশে থাকার কারণে অনেক প্রবাসী স্বল্পমেয়াদি ছুটিতে দেশে গিয়ে এনআইডি করতে পারছেন না। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা খুবই খুশি। বর্তমানে কুয়েতে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে