ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪
Sharenews24

সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ

২০২৪ জানুয়ারি ১০ ২১:০৬:০৩
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই বরাদ্দ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.কে. আব্দুর রউফ, সিএফও মোঃ মাইন উদ্দিন, কোম্পানি সচিব আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭.০৬ গুন বেশি।

প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ৪২টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ১০৫ টি শেয়ার বরাদ্ধ পেয়েছেন।

বস্ত্র খাতে ডিভিডেন্ড বেড়েছে ৫ কোম্পানির

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে