ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Sharenews24

সিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরিতে আধিপত্য

২০২৪ এপ্রিল ২৭ ১৪:৫১:৩৩
সিএসইর সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরিতে আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনার তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি আধিপত্য বিস্তার করেছে। আলোচ্য সপ্তাহে সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় ৭টি কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির।

কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কহিনুর কেমিক্যাল, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, আইটিসি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়ার এবং ইজেনারেশন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৯.৫৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৫১৪ টাকা ৩০ পয়সা, সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬১৫ টাকায়।

সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কহিনুর কেমিক্যাল। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৯.০৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৫১৫ টাকা, সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ টাকা ৩০ পয়সায়।

সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির দর বেড়েছে ১৪.৪১ শতাংশ। সপ্তাহের শুরুতে ফান্ডটির দর ছিল ১১ টাকা ১০ পয়সা, সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়।

অন্য ৪ কোম্পানির মধ্যে- আইটিসির ১১.৬৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, এপেক্স ফুটওয়ারের ৮.৬৯ শতাংশ এবং ইজেনারেশনের ৭.৯৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে