ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪
Sharenews24

অস্ট্রেলিয়ায় সৈকতে আটকা শতাধিক পাইলট তিমি

২০২৪ এপ্রিল ২৭ ২১:৫৩:০৭
অস্ট্রেলিয়ায় সৈকতে আটকা শতাধিক পাইলট তিমি

প্রবাস ডেস্ক : ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি মোহনার অগভীর পানিতে প্রায় ১৪০টিরও বেশি পাইলট তিমি আটকা পড়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এফপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তিমিগুলো উদ্ধারের চেষ্টা করেন সামুদ্রিক বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অব বায়োডাইভারসিটি, কনজারভেশন অ্যান্ড অ্যাট্রাকশন জানিয়েছে, জিওগ্রাফি বে এর টবি ইনলেটে তিমিগুলো আটকা পড়েছে।

এই মোহনাটি জনপ্রিয় একটি পর্যটক অঞ্চল ডানসবোরো শহরের কাছে এবং রাজ্যের রাজধানী পার্থ থেকে প্রায় ২৩৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এক বিবৃতিতে বিভাগটির মুখপাত্র বলেছেন, প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে মোট ১৬০টি পাইলট তিমির চারটি দল আটকা পড়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে ২৬টি তিমি মারা গেছে। -

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে