ঢাকা, মঙ্গলবার, ২১ মে, ২০২৪
Sharenews24

ইসরায়েলিদের হামলার পর কার্যালয় বন্ধ করছে জাতিসংঘ

২০২৪ মে ১০ ১৫:১৩:২৩
ইসরায়েলিদের হামলার পর কার্যালয় বন্ধ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি উগ্রবাদীদের হামলার পর পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদরদপ্তর বন্ধ করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটির প্রধান এমনটি জানান।

ওই পোস্টে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের বাসিন্দারা দুইবার তাদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে এক্সে ইউএনআরডব্লিউএর প্রধান একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যায়, সশস্ত্র কিছু লোক জাতিসংঘ পুড়িয়ে দাও স্লোগান দিচ্ছিল। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার দাবি, গত ২ সপ্তাহে তাদের বহরে হামলা ও ইসরায়েলি নিপীড়নের ১০টি ঘটনা রয়েছে।

ইসরায়েলের অভিযোগ, গত ৭ অক্টোবর হামাসের হামলায় জড়িত ছিল জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার কিছু কর্মী। এরপর এই সংস্থায় সহায়তা বন্ধ করে দেয় বেশ কিছু দেশ।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে