ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪
Sharenews24

সোনা চোরাচালানে জড়িত নারী কূটনীতিকের পদত্যাগ

২০২৪ মে ০৪ ২৩:১৮:৫৬
সোনা চোরাচালানে জড়িত নারী কূটনীতিকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : দুবাই থেকে অবৈধভাবে ২৫ কেজি সোনা ভারতে নিয়ে আসা আফগান নারী কনসাল জেনারেল জাকিয়া ওয়ারদাক পদত্যাগ করেছেন।

এর আগে গত সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছে থাকা স্বর্ণ জব্দ করা হয়। কিন্তু বিদেশি কূটনীতিক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।

শনিবার (০৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানয়েছে, জাকিয়া ওয়ারদাক মুম্বাইয়ে আফগান কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। তিনি ছিলেন আফগানিস্তানের একমাত্র মহিলা কনসাল জেনারেল।

ওয়ার্দাক অবশ্য দাবি করেছেন যে তিনি ‘ব্যক্তিগত আক্রমণ এবং মানহানির’ কারণে পদত্যাগ করেছেন।

এই কূটনীতিককে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি আশরাফ ঘানি ভারতে কনসাল জেনারেল হিসেবে নিয়োগ করেছিলেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখল করলে ঘানি পালিয়ে যায়।

স্বর্ণ চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত ওই নারী কূটনীতিক দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, একটি গ্যাং তার বিরুদ্ধে কাজ করেছে। যারা তার মানহানি করেছে এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে।

আর এসব হামলা সহ্য করতে না পেরে পদত্যাগ করেন। তবে তিনি কোথাও সোনা পাচারের বিষয়টি উল্লেখ করেননি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল এই বিষয়ে প্রথম খবর প্রকাশ করে। একদিন পর এই নারী কূটনীতিক পদত্যাগ করেন।

শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে