ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪
Sharenews24

দুই মিনিটের জন্য হলেন বিশ্বের শীর্ষ ধনী!

২০২৪ মে ০৭ ২৩:০৭:০৬
দুই মিনিটের জন্য হলেন বিশ্বের শীর্ষ ধনী!

আন্তর্জাতিক ডেস্ক : পেনসিলভানিয়ার বাসিন্দা ক্রিস রেনল্ডস ২০১৩ সালে তার অনলাইন লেনদেন অ্যাপ 'পেপাল' অ্যাকাউন্টে প্রবেশ করেন এবং দেখেন যে সেখানে ৯২ লাখ ২০ হাজার কোটি ডলার রয়েছে। সেই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী হয়ে ওঠেন ক্রিস। এছাড়া সে সময় তার আগে পৃথিবীর কেউ এত টাকার মালিক হতে পারেনি।

প্রথমে ক্রিস ভেবেছিল সে হয়তো লটারিতে টাকা জিতেছে বা অন্য কারো টাকা ভুল করে তার কাছে চলে গেছে। তিনি ফেসবুকে ব্যাংক স্টেটমেন্টও পোস্ট করেছেন। তবে এই টাকার মেয়াদ ছিল মাত্র ২ মিনিট।

এই দুই মিনিটের মধ্যেই ক্রিস অনেক পরিকল্পনা করেন, এই টাকা দিয়ে তিনি কী কী করবেন। ক্রিসের প্রথম পরিকল্পনা ছিল দেশের সমস্ত ঋণ পরিশোধ করবেন।

তারপর যুক্তরাষ্ট্রের বেসবল দল ‘ফিলিস’ কিনারও পরিকল্পনা করেছিলেন তিনি। এই বেসবল দলের মূল্য প্রায় ২৫৮ কোটি ডলার।

পরবর্তীতে ‘পেপাল’ বিবৃতি দিয়ে জানায়, তাদের তরফে একটি ভুল হয়েছিল। ক্রিস যে এটা বুঝেছেন, তার জন্য তাকে ধন্যবাদ।

বিবৃতিতে আরো জানানো হয়, এসব টাকা পেয়ে ক্রিস যে দেশের ঋণ শোধ করার কথা ভেবেছিলেন, তা অনেককে অনুপ্রাণিত করবে। এ রকম গ্রাহক পেয়ে তারা খুশি।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে