ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪
Sharenews24

হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব

২০২৪ মে ০৭ ২৩:৫০:১৬
হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসায় শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরেই ভ্রমণ করা যাবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।

মন্ত্রণালয় আরো বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না।

এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। একইসাথে ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে